আইসিসি’র ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে শুক্রবার এক উত্তপ্ত শুনানিতে নিজেদের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার হারিস রউফ এবং সাহিবজাদা ফারহান। ভারতের বিপক্ষে রাজনৈতিক অঙ্গভঙ্গি করার অভিযোগ তীব্রভাবে অস্বীকার করে তারা উল্টো ম্যাচ রেফারিকেই কঠিন প্রশ্নের মুখে ফেলেন। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে এই দুই ক্রিকেটারের 'উসকানিমূলক অঙ্গভঙ্গি'র বিরুদ্ধে 'কঠোর ব্যবস্থা' নেওয়ার জন্য আইসিসির কাছে দাবি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুনানিতে রউফকে তার ‘৬-০’ হাতের ইশারা এবং ভারতীয় দর্শকদের সামনে জেট-ক্র্যাশ ধরনের উদযাপন নিয়ে প্রশ্ন করা হলে তিনি অভিযোগের ভিত্তি নিয়েই পাল্টা প্রশ্ন তোলেন। ম্যাচ রেফারিকে তিনি সরাসরি জিজ্ঞাসা করেন, ‘আপনিই বলুন ৬-০ মানে কী?’ প্রতিবেদনে বলা হয়, রউফের এই প্রশ্নে ম্যাচ রেফারি চুপ হয়ে যান এবং কোনো উত্তর দিতে পারেননি। রউফ তার লিখিত...