চট্টগ্রাম:৫২তম গ্রীষ্মকালীন আন্তঃস্কুল ও মাদ্রাসা (বন্দর থানা) প্রতিযোগিতায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চ বিদ্যালয় ফুটবল, হ্যান্ডবল, সাঁতার ও দাবা ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। বিদ্যালয়ের ফুটবল টিম হালিশহর বেগমজান স্কুলকে এবং হ্যান্ডবল টিম বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ এবং বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে। বুধবার (২৪ সেপ্টেম্বর) হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বন্দর-পতেঙ্গা-বায়েজিদ থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম পুরস্কার বিতরণ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টার্ন রিফাইনারি উচ্চ বিদ্যালয় ও...