চলতি মাসে নেপালে দুর্নীতিবিরোধী বিক্ষোভের সময় বিক্ষোভকারীদের দমনের জন্য তাজা গুলি ব্যবহার করা হয়েছিল। কমপক্ষে ৩৩ জন বিক্ষোভকারী ‘উচ্চ-গতির’ আগ্নেয়াস্ত্র থেকে ছোড়া ‘তাজা গুলিতে’ নিহত হয়েছেন। ময়নাতদন্ত পরিচালনাকারী মেডিকেল ইনস্টিটিউটের বরাত দিয়ে শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে। ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ মেডিসিনের ফরেনসিক মেডিসিন বিভাগের একজন সদস্য রয়টার্সকে এই তথ্যের বর্ণনা দিয়েছেন, যিনি সংবেদনশীল বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। নেপালে সরকারবিরোধী বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৭৪ জন নিহত এবং দুই হাজারেরও বেশি আহত হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ, দুর্নীতি এবং মন্ত্রী-এমপিদের সন্তানদের বিলাসী জীবনযাপনের প্রতিবাদে চলতি মাসে নেপালের তরুণ প্রজন্ম সরকারবিরোধী বিক্ষোভে নামে। এই বিক্ষোভের ফলে শেষ পর্যন্ত সত্তরোর্ধ প্রধানমন্ত্রী কে.পি. শর্মা অলি এবং তার সরকারের পতন ঘটে। বিক্ষোভকারীদের উপর তাজা গুলি...