বাজারে অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে শীতের সবজি। কেজিতে ৪০ টাকা বেড়ে সিম বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে। ফুলকপি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি। বেশিরভাগ সবজির দাম ৭০ থেকে ১০০ টাকা। ব্রয়লার মুরগি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৮০ টাকা। টানা বৃষ্টি আর সরবরাহ কমে যাওয়ায় বাজারের ঊর্ধ্বগতি বলছেন, ব্যবসায়ীরা। রাজধানীর বিভিন্ন বাজারে সরেজমিনে দেখা যায় শীতের আগমনী আবহ। সবজি বাজারে শোভা পাচ্ছে সেই দৃশ্য। উঠতে শুরু করেছে শীতের আগাম সবজি। তবে এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছে শীতের সবজি। কেজিতে ৪০ টাকা বেড়ে সিম বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে। ফুলকপি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি। বাঁধাকপি ১০০ টাকা প্রতিটি। বাজারে আসা এক ক্রেতা বলেন, ‘সবকিছুর দাম অনেক বেশি। পটল নিলাম ১২০ টাকা কেজি, বেগুন...