কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার আলেখারচর বিশ্বরোড হোটেল মিয়ামি-২ এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. জসিম উদ্দিন জসিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাজী মো. কবির হোসেন ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাজী মো. আমির হোসেন। পরিচিতি সভায় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট শরীফুল ইসলাম, জাহাঙ্গীর আলম ভূইয়া, কামাল হোসেন, আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু ইউসুফ তুহিন, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির বাবুল, আবু নাসের মুন্সী, অর্থ বিষয়ক সম্পাদক...