পাকিস্তানের বিপক্ষে অঘোষিত ‘সেমিফাইনালে’ প্রত্যাশিত ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ দল। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের ১৩৫ রানে আটকে রাখতে গরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বোলাররা। কিন্তু ব্যাটসম্যানদের দায়িত্বহীনতায় মামুলি স্কোর তাড়া করে জিততে পারেনি টাইগাররা। গতকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের বাজে শর্ট খেলা দেখে রীতিমতো হতাশ হয়েছে ভারতীয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে। ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে বলেন, ‘আমি বাংলাদেশের কাছ থেকে যা প্রত্যাশা করেছিলাম তারা তা করে দেখাতে পারেনি। তারা দীর্ঘ সময় ধরে ভুল করে আসছে।’ ব্যাটিং ব্যর্থতার প্রসঙ্গে হার্শা ভোগলে আরও বলেন, ‘বাংলাদেশ খারাপ খেলেছে। তারা কিছু অদ্ভুত শট খেলেছে। বাংলাদেশের পরিবর্তে শ্রীলংকা হলে এই রান তাড়া করে জিততে পারতো।’ ভোগলে বাংলাদেশের ব্যাটিং ইউনিটের ধারাবাহিক সমস্যা তুলে ধরেছেন। টপ অর্ডারের ব্যর্থতা, দায়িত্বজ্ঞানহীন শট নির্বাচন এবং মাঝের...