গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দগ্ধ বাবু (৩০)।পরিবারের সদস্যরা জানিয়েছেন, কয়েক দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়ে যাচ্ছিলেন বাবু। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। বাবুর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এর আগে একই ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মী মারা যান। বাবুসহ এখন পর্যন্ত মোট তিনজনের প্রাণহানি ঘটলো।টঙ্গীতে বিস্ফোরণ : আরও এক ফায়ার ফাইটারের মৃত্যুপ্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেট সংলগ্ন একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের অন্তত ১২টি ইউনিট কয়েক ঘণ্টা চেষ্টা চালায়। এ...