প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ছোট হওয়ায় স্টেশনে দাঁড়ানো ট্রেনের একাধিক বগি প্লাটফর্মের বাহিরে অবস্থান করায় যাত্রীদের ওঠানামায় প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হয়। বৃদ্ধ, শিশু ও রোগীদের বেলায় এ ভোগান্তির যেন শেষ নেই। ব্রিটিশ আমলে নির্মিত হয় জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে প্ল্যাটফর্মটি। এক সময় উত্তরবঙ্গের পাঁচবিবির হাটে অনেক পাইকার পণ্য কিনে ট্রেনে দেশের বিভিন্ন স্থানে পাঠাতেন। পাঁচবিবি পৌরসভার বাসিন্দা আবু সাঈদ বলেন, স্বাধীনতার অনেক বছর পেরিয়ে গেলেও এ স্টেশনের অবকাঠামোর তেমন কোনো উন্নয়ন হয়নি। বিশ্রামাগার, টয়লেট, যাত্রী ছাউনি প্ল্যাটফর্মের সম্প্রারণ ও সার্বিক উন্নয়ন করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। একাধিক ট্রেনযাত্রী বলেন, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আকারে ছোট হওয়ায় ঢাকাগামী আন্তঃনগর ট্রেনগুলো স্টেশনে দাঁড়ালে এসি বগি প্লাটফর্মের বাইরে অবস্থান করে। ভিআইপি যাত্রীরা দুর্ভোগ লাঘবে ট্রেনে ওঠানামার জন্য সাধারণ বগির দরজা ব্যবহার করতে হয়। এ ভোগান্তির অবসান...