জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ভাষণকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক উত্তাপ নিউইয়র্ক পর্যন্ত ছড়িয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউ ইয়র্ক সময় সকাল ৯ টায় অধিবেশন শুরু হয়েছে। প্রথম (সকালের) অধিবেশনের দশম বক্তা হিসেবে মুহাম্মদ ইউনূসের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এটি হবে জাতিসংঘে তার (ইউনূস) দ্বিতীয়বারের ভাষণ। জুলাই গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনে অন্তর্বর্তী সরকারপ্রধানের দায়িত্ব পাওয়া মুহাম্মদ ইউনূস গত বছর জাতিসংঘে প্রথম ভাষণ দেন। প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্রে আগমন এবং জাতিসংঘে ভাষণ প্রদানের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। আর আওয়ামী লীগকে ঠেকাতে নিউইয়র্কে একজোট হয়েছে স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এদিকে বিশ্বব্যাপী চলমান অস্থিরতার মধ্যে সংস্থাটির ৮০তম সাধারণ অধিবেশন ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক কর্তৃপক্ষ। নিউ ইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘ সদর দপ্তর, পূর্ব মিডটাউনের...