বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবার সব সময় অগ্রণী ভূমিকা রাখে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের জ্যাকসন হাইডসে মহানগর বিএনপি দক্ষিণ যুক্তরাষ্ট্র আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দুলু বলেন, ১৯৭১ সালে যখন শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে এহিয়া খানের কাছে চলে গেলেন, তখন জাতি এক হতাশার মধ্যে, সিদ্ধান্তহীনতায় ভুগছিল। সেদিন জাতির ক্রান্তিলগ্নে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, আমি মেজর জিয়া বলছি, সেই ঘোষণায় বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা এখন গর্ব করে বলি আমরা বাংলাদেশের সন্তান। আগামী দিনে আন্তর্জাতিক ও জাতীয়...