২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপির সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন,দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজদের প্রতিহত করা হবে, যারা এ অপকর্মের সাথে জড়িত আছেন সাবধান হয়ে যান নয়তো বিএনপি'র নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আপনাদের প্রতিহত করা হবে। বিএনপিকে ভালো মানুষ দিয়ে নেতৃত্ব দিতে হবে। এ দলকে ভালো মানুষ দিয়ে নেতৃত্ব না দিতে পারলে বিএনপির বদনাম হবে। শুক্রবার বিকেলে পৌর এলাকার তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোনারগাঁ পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত নির্বাচনী সভায় এসব কথা বলেন। গিয়াসউদ্দিন আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয়ী করার জন্য কাজ করে যাচ্ছেন। বিএনপি এ আসনগুলোতে যাকে মনোনীত করবেন তাদের পক্ষেই কাজ করতে হয়ে। এখানে কোন ব্যক্তিকে...