২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭ পিএম জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে সারাদেশের ন্যায় ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামি বিশাল বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ আছর মুক্তাগাছা আব্বাছিয়া কামিল মাদ্রসার মাঠ থেকে ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের পল্লিবিদ্যুৎ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ হয়। এ সময় মহাসড়কের দুই প্রান্তে যানজটের সৃষ্টি হয়। একই দিনে পৃথকভাবে ইসলামি আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিশ পৃথক ভাবে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল পরবর্তী আলোচনা সভায় মুক্তাগাছা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শামছুল হকের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার বিভাগের সেক্রেটারি, বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের জেনারেল সেক্রেটারি, জামায়াতে ইসলামি মনোনীত ময়মনসিংহ-৫ মুক্তাগাছা সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট...