২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ পিএম বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবী বাস্তবায়নের দাবীতে ফরিদপুরের সালথা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে উপজেলা চত্ত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস সড়কে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করে সংগঠনটি। সমাবেশে জামায়াতে ইসলামী’র সালথা উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে অবিলম্বে ৫ দফা দাবী মেনে নিতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৯৪১ সাল থেকে বাংলাদেশে আন্দোলন করে আসছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী যে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করে আসছে যদি একশত বছর সময় লাগে তবুও আমরা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেই ছাড়ব।...