পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যক্রম পরিচালনা করা কার্যালয়ের দুইটি কক্ষ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। ইউনিয়ন পরিষদের সদস্যদের অভিযোগ, সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা এবং ডিজিটাল সেন্টারের উদ্যোক্তার কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে হামলাকারীরা। এসময় ওই দুই কক্ষের ভেতরে থাকা চেয়ার-টেবিল, কম্পিউটার এবং প্রিন্টারসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে তারা। বিষয়টি নিশ্চিত করে ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল পাশা বলেন, ‘আমি প্রথমে জেনেছি তারা একটি মানববন্ধন করছে। পরে শুনলাম তারা মিছিল নিয়ে আমার বাসার দিকে গেছে। সেখানে গিয়ে আমাকে অকাথ্য ভাষায় আমাকে গালিগালাজ করেছে। পরে ইউনিয়ন পরিষদে এসে ভাঙচুর চালিয়ে সরে গেছে। ওরা বায়েজিদ বাহিনী নামে পরিচিত। ৫ আগস্টের পর থেকে ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত চাল, টাকা...