কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবির পক্ষে সমর্থন জানিয়ে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা শাখার উদ্যোগে শ্রীপুর রেলওয়ে মসজিদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবির পক্ষে সমর্থন জানিয়ে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা শাখার উদ্যোগে শ্রীপুর রেলওয়ে মসজিদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে টেংরা রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা নুরুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর জেলা আমির ও গাজীপুর-৩ আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “আগামী জাতীয় নির্বাচন...