ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বর যুদ্ধ বন্ধ করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্কাই নিউজকে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সউদ। গত বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে আট মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সেখানেই তিনি গাজা যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দেন বলে জানিয়েছেন ফয়সাল বিন ফারহান। তিনি বলেছেন, “আমাদের সঙ্গে তার বৈঠক বেশ ভালো হয়েছে। গাজার যুদ্ধ অনেক বেশি দূর গেছে। অনেক মানুষ মারা গেছেন। অনেক বেশি দুর্গতি ভোগ করছেন সাধারণ মানুষ। আর গাজায় এখন দুর্ভিক্ষ চলছে।” “প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে আমি যা বুঝতে পেরেছি তিনি এ যুদ্ধ বন্ধে অনেক অনেক বেশি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জিম্মিদের মুক্ত এবং গাজার মানুষের মধ্যে স্বস্তি আনতে চান।” “তাই আমি আশাবাদী আমরা...