২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম দরজায় কড়া নাড়ছে শারদীয়া দুর্গোৎসব। পঞ্জিকা অনুসারে দুর্গাদেবী এবার গজে চড়ে স্বর্গ থেকে মর্ত্যে আসবেন। এতে বসুন্ধরা হবে শস্যপূর্ণা। ফিরবেন দোলায় চড়ে। এতে মড়কের আবির্ভাবের কথা বলা হয়েছে। বগুড়ার শাজাহানপুরের ৪৬টি মণ্ডপে ইতোমধ্যে প্রতিমা তৈরির কাজসম্পন্ন হয়েছে। শেষ মুহূর্তে শিল্পীর রং-তুলির আঁচড়ে বর্ণিল হয়ে উঠছেপ্রতিমাগুলো। দুর্গোৎসবকে নির্বিঘ্ন ও আনন্দঘন করতে বগুড়ার শাজাহানপুরে নেওয়া হয়েছে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। সার্বক্ষণিক টহলে থাকবে সেনা ও র্যাবের বিশেষ টিম। তাই অত্যন্ত সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্যাপনের প্রত্যাশা করছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। অপরদিকে এবারও বগুড়ার শাজাহানপুরে গন্ডগ্রামে অবস্থিত শ্রীরামকৃষ্ণ আশ্রম কমিটি দুর্গাপূজার পাশাপাশি কুমারী পূজার আয়োজন করেছে। বিগত ২০২২ সাল থেকে এই...