ইসরায়েলি ফুটবল ক্লাব ম্যাকাবি তেল আবিব নিষিদ্ধ করার জন্য আমস্টারডাম সিটি কাউন্সিল পদক্ষেপ নিয়েছে। কাউন্সিলের অধিকাংশ সদ্যস এ পদক্ষেপে সমর্থন করেছে। গত নভেম্বরে আয়াক্স এবং ম্যাকাবি তেল আবিবের মধ্যকার ইউরোপা লিগের ম্যাচের পর আমস্টারডামে সহিংসতা ও সংঘর্ষের প্রেক্ষিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। তেল আবিব ছাড়াও কিছু স্পোর্টস ক্লাব, যাদের রাষ্ট্র দখলদারিত্ব বা বর্ণবাদে অভিযোগ আছে সেসব শহরে ক্লাবগুলোকে নিষিদ্ধ বা অবাঞ্ছিত করার একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। নেদারল্যান্ডস ডেঙ্ক পার্টির নেতা শেহের খানের উত্থাপিত এ প্রস্তাবে বলা হয়, অবৈধ বসতিতে প্রতিষ্ঠিত ক্লাবগুলোকে লক্ষ্য করে তারা নিষিদ্ধের প্রস্তাবনা দেয়। তারা উল্লেখ করে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবৈধ দখলদারিত্ব বজায় রাখতে অবদান রাখছে, অথবা কট্টরপন্থীদের মধ্যে চরমপন্থী এবং বর্ণবাদী অভিব্যক্তির বিরুদ্ধে তারা এ ব্যবস্থা নিচ্ছে। এ পদক্ষেপে আমস্টারডামের বাসিন্দাদের সমর্থনের কথা জানা গেছে।...