২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ পিএম এশিয়া কাপে সুপার ফোর পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ইনজুরির কারণে এই পর্বের সবশেষ দুই ম্যাচে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক লিটন দাস। অধিনায়কের অনুপস্থিতি দলের উপর প্রভাব ফেলেছে বলে মনে করেন প্রধান কোচ ফিল সিমন্স। তার মতে, লিটন না থাকায় দলের বড় ক্ষতি হয়েছে। দুবাইয়ে বৃহস্পতিবার প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তানকে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশের বোলাররা। তবে ব্যাটারদের ব্যর্থতায় ১১ রানে হেরে সুপার ফোর থেকে বিদায় নেয় টাইগাররা। ৯ উইকেটে ১২৪ রান করে বাংলাদেশ। অঘোষিত সেমিফাইনাল হেরে ফাইনালে ওঠার সুযোগ হারায় তারা। অনুশীলনে ইনজুরির কারণে সুপার ফোরে ভারত ও পাকিস্তানের বিপক্ষে...