সামনে যে নির্বাচন সেখানে তরুণ ভোটারদের একটা বড় অংশই প্রথমবার ভোট দেবেন। সেই ভোটে তরুণদের প্রভাব থাকবে কতটুকু? কোন বিষয়গুলোকে প্রাধান্য দেবে তারা? এসব বিষয়ে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন মহিউদ্দিন আহমেদ। ডয়চে ভেলে :তরুণ ভোটাররা নির্বাচনে কতটুকু প্রভাব ফেলে? মহিউদ্দিন আহমেদ :ভোটারদের মধ্যে তরুণদের অংশযদি বেশি হয়, তাহলে তো অবশ্যম্ভাবীভাবে এর একটা প্রভাব পড়বে। আমরা দেখছি যে, এখন বাংলাদেশে যে ভোটার তাদের বেশিরভাগই তো তরুণ। তরুণ বলতে যদি আমরা ৩০-৩৫ বছর ধরি, তাহলে নাগরিকদের অধিকাংশই তরুণ। সুতারাং তারাই নির্ধারণ করে দেবে ভোটের ফলাফল। দ্বিতীয়ত, ২০২৬-এর ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, তাহলে এই তরুণদের বেশিরভাগই জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। তারা এর আগে ভোট দেওয়ার সুযোগ পায়নি। গত তিনটা নির্বাচনে তো ভোট দেওয়ার সুযোগই রাখা হয়নি। এর মধ্যে আবার অনেক নতুন...