জিততে গেলে নতুন ভোটারদের, যুবদের, তরুণদের সমর্থন পেতে হবে। তাই ভারতের ভোটে তাদের দিকেই নজর সব দলের। গত জানুয়ারিতে নির্বাচন কমিশন জানিয়েছিল, ভারতে ১৮ থেকে ২৯ বছর বয়সি ভোটারের সংখ্যা ২১ কোটি ৭০ লাখ। বয়সের সীমাটা যদি আরো একটু বাড়িয়ে ৩৫ করে দেওয়া যায়, তাহলে দেখা যাবে ৬৬ শতাংশ ভোটদাতাই এর মধ্যে ঢুকে যাচ্ছেন। তার অর্থ, সদ্য যুব, যুব ও তরুণরাই ভারতে নির্বাচনে ফলাফল ঠিক করে দেন। ফলে তাদের কাছে যারা ভালোভাবে পৌঁছাতে পারবে, তাদের আবেগকে ছুঁতে পারবে, তাদের সমস্যার সমাধান করতে পারবে, তাদের মনে একটা ছাপ রাখতে পারবে, ধারণা তৈরি করতে পারবে, তারাই জিতবে। ফলে নির্বাচনের প্রচারে, কৌশলে, ধারণা তৈরির খেলায় একটা অদ্ভূত পরিবর্তন এসেছে। ২০১৪ সালের নির্বাচনে প্রথমবার দেখেছিলাম বিজেপি-র প্রচারে উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাটসহ বিভিন্ন রাজ্যে মিডিয়া বলতে...