নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ৩০ সেপ্টেম্বর থেকে। এরই মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলছে দলগুলো। তবে আজ ছিল না কোন প্রস্তুতি ম্যাচ। আজ শুক্রবার হয়েছে ক্যাপ্টেনস মিট অনুষ্ঠান। সেখানে কথা বলেছেন, বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর অধিনায়করা। বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন নিগার সুলতানা জ্যোতি। দ্বিতীয়বারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। জ্যোতি বলেন, 'দেশে নারী ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ছে, নারী ক্রিকেটের উন্নতির জন্য যে দায়িত্ব রয়েছে সে সম্পর্কে আমরা সচেতন। আমরা বিশ্বাস...