জেলা জামায়াতের সাবেক আমীর ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য ও নেত্রকোণা-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা এনামুল হক বলেছেন, স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা এখনো দেশে থেকে নানান ষড়যন্ত্র করছে। তাদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা ও জুলাই সনদকে আইনি ভিত্তির মাধ্যমে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ করনসহ আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলার জনগণ কোন পাতানো নির্বাচন মেনে নিবে না। আর নির্বাচন পিআর পদ্ধতিতেই দিতে হবে। শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখা কর্তৃক আয়োজিত জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দুপুরে জেলা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে জুমার নামাজ শেষে সকল নেতাকর্মীরা জড়ো...