শরীয়তপুরের ভেদরগঞ্জে নিখোঁজের তিনদিন পর ৬ বছর বয়সি এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাইয়েবা নামের ওই শিশুর মরদেহ বাড়ির পাশের এক প্রতিবেশীর সেপ্টিক ট্যাংক থেকে শুক্রবার দুপুরে উদ্ধার করা হয়েছে। ওই শিশু উপজেলার সখিপুর থানার ছৈয়ালকান্দি এলাকার টিটু সরদারের মেয়ে। সে স্থানীয় দারুণ নাজাত মাদরাসার নার্সারীতে পড়াশোনা করত। গত বুধবার দুপুর থেকে সে নিখোঁজ ছিল। ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানা সূত্র জানায়, ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ছৈয়ালকান্দি গ্রামের টিটু সরদারের মেয়ে তাইয়েবা স্থানীয় একটি মাদরাসার নার্সারি শ্রেণির শিক্ষার্থী। তাইয়েবা বুধবার বিকালে বাসা থেকে খেলার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে থানায় নিখোঁজ হওয়ার সাধারণ ডায়েরি করেন। তাকে খুঁজে না পেয়ে গত তিনদিন ধরে এলাকায় মাইকিং করা হয়, পোস্টারিং করা হয়। সামাজিক যোগাযোগ...