প্রয়াত গায়ক জুবিন গার্গের মৃত্যুর ঘটনা তদন্তে তার দীর্ঘদিনের ব্যান্ডসঙ্গী ও ড্রামার শেখর জ্যোতি গোস্বামীকে আটক করেছে আসাম পুলিশ। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভালে যোগ দিতে গিয়ে স্কুবা ডাইভিংয়ের সময় দুর্ঘটনায় প্রাণ হারান ৫২ বছর বয়সী সংগীতশিল্পী জুবিন গার্গ। এনডিটিভি লিখেছে, জুবিন গার্গ যখন সাঁতারে নেমেছিলেন ওই সময় একই ইয়টে ছিলেন শেখর গোস্বামী। আসাম পুলিশের বিশেষ তদন্ত দল (এসআইটি) বৃহস্পতিবার তাকে হেফাজতে নেয়। একই দিনে ফেস্টিভাল আয়োজক শ্যামকানু মহান্তা ও জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বাড়িতেও তল্লাশি চালানো হয়। শেখর গোস্বামী দীর্ঘদিন ধরেই জুবিন গার্গের ব্যান্ডের সদস্য ছিলেন। জুবিন গার্গের মৃত্যুর ঘটনার বর্নণা দিয়ে শেখর গোস্বামী স্থানীয় গণমাধ্যমকে বলেছিলেন, সাঁতার কাটতে নামার কিছুক্ষণ পরই জুবিনকে পানিতে উল্টো ভেসে থাকতে দেখা যায়। তিনি এগিয়ে গিয়ে গায়কের শরীর ঘোরালে দেখেন মুখ...