চাকরি থেকে ছাঁটাই পরিকল্পনার অভিযোগ এনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ‘বিশেষ দক্ষতা মূল্যায়ন’ পরীক্ষা বয়কটের ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের একাংশ। পরীক্ষার আগের দিন শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে এ ঘোষণা দেওয়া হয়। কর্মসূচিতে দেশের বিভিন্ন শাখা থেকে আসা কর্মকর্তারা অংশ নেন। আন্দোলনকারীরা পরে প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে যোগ দেওয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুক-ই-আজমকে এ বিষয়ে একটি স্মারকলিপি দেন। তিনি বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায় ও ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দেন। কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ গত ২২ সেপ্টেম্বর ‘স্পেশাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট’ পরীক্ষার তারিখ দেয়। পাশাপাশি পরীক্ষায় অংশগ্রহণকে বাধ্যতামূলক করে নোটিশ জারি করে। শনিবার (২৭ সেপ্টেম্বর) এ পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এর আড়ালে ব্যাংকটিতে কর্মরত চট্টগ্রামের প্রায় সাড়ে পাঁচ হাজার...