নিজস্ব প্রতিবেদক: চলতি সেপ্টেম্বর মাসে শেয়ারবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানি তাদের শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই ছয়টি কোম্পানি হলো—এনভয় টেক্সটাইল, মুন্নু সিরামিক, বাংলাদেশ সাবমেরিন কেবলস, ইস্টার্ন হাউজিং, ওয়ালটন হাইটেক এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এই তথ্য জানা গেছে। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে এনভয় টেক্সটাইল, মুন্নু সিরামিক ও বাংলাদেশ সাবমেরিন কেবলস বিদায়ী সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং বাকি তিনটি কোম্পানি আগের সপ্তাহে ঘোষণা দিয়েছিল। এনভয় টেক্সটাইল ও ইস্টার্ন হাউজিং-এর রেকর্ড প্রবৃদ্ধি এনভয় টেক্সটাইল:এই কোম্পানি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যা আগের বছরের ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড-এর তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৪০ পয়সা, যা আগের বছর ছিল ৩ টাকা ৫৮ পয়সা। অর্থাৎ, ইপিএস...