জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের সংখ্যা নিয়ে টিআইবি যে বক্তব্য দিয়েছে, তা ভুল তথ্যের উপর নির্ভরশীল বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, টিআইবি ভুলভাবে দাবি করেছে যে, প্রতিনিধিদলের সদস্য সংখ্যা ১০০ জনেরও বেশি। আসলে প্রকৃত সংখ্যা ৬২ জন — যা গত বছরের ৫৭ জনের তুলনায় সামান্য বেশি। শুক্রবার ২৬ সেপ্টেম্বর তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই দাবি করেছেন। প্রেস সচিব বলেন, টিআইবির সাম্প্রতিক বিবৃতি দুর্ভাগ্যবশত ভুল তথ্যের উপর নির্ভরশীল। ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) বাংলাদেশ প্রতিনিধিদল কেবল হাসিনা আমলের তুলনায় উল্লেখযোগ্যভাবে ছোটই নয়, বরং অনেক বেশি মনোযোগী, পরিশ্রমী এবং ফলপ্রসূ। শফিকুল আলম বলেন, প্রতিনিধিদলের উদ্দেশ্য হলো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সমাবেশে বাংলাদেশ এবং এর জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করা, যেখানে গুরুত্বপূর্ণ বৈশ্বিক সিদ্ধান্তগুলো গৃহীত...