প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সরকারের উচ্চতম পর্যায় থেকে এবারের শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে উদযাপনের ব্যাপারে পূজার্থীদের যতই আশ্বস্ত করা হোক না কেন, পূজার প্রাক্কালে সার্বিক পরিস্থিতি বিবেচনায় তারা কোনোভাবেই আশান্বিত হতে পারছেনা। বরং আশঙ্কা ও উদ্বেগ ক্রমান্বয়ে বাড়ছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি এক প্রেস বিবৃতিতে এ আশঙ্কা প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, গত ২ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে প্রাপ্ত তথ্যানুযায়ী কমপক্ষে ৯টি পূজামণ্ডপ ও মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনাবলির মধ্যে রয়েছে— ঘটনা-১গত ২ সেপ্টেম্বর গাইবান্ধার সাদুল্লাপুরের হামিন্দপুরে রাতের আঁধারে দুর্গাপূজার প্রতিমায় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশসহ প্রতিমা ও সরঞ্জাম সম্পূর্ণ পুড়ে যায়। ওই পূজামণ্ডপ কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তা প্রভাত অধিকার বিষয়টি...