দুবাইয়ের আলোঝলমলে স্টেডিয়ামে বাংলাদেশ–পাকিস্তান ম্যাচটা ছিল কার্যত অঘোষিত সেমিফাইনাল। বোলাররা লড়াই জমিয়ে দিয়েছিলেন, ১৩৬ রানের সামান্য টার্গেটটাই তুলে ধরেছিল জয়-স্বপ্ন। কিন্তু ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীনতা আর একের পর এক বাজে শট খেলার কারণে শেষ পর্যন্ত হতাশায় ভরল পুরো বাংলাদেশ শিবির।এই ব্যর্থতা কেবল ভক্তদের নয়, বিস্মিত করেছে নিরপেক্ষ বিশ্লেষকরাও। ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার ও বিশ্লেষক হার্শা ভোগলে সরাসরি বলেছেন, ‘আমি বাংলাদেশের কাছ থেকে যা প্রত্যাশা করেছিলাম, তারা তা করতে পারেনি। তারা দীর্ঘদিন ধরে একই ভুল বারবার করছে।’ভোগলে মনে করেন, টপ অর্ডারের ব্যর্থতা, মিডল অর্ডারের অনভিজ্ঞতা এবং দায়িত্বজ্ঞানহীন শট নির্বাচনের কারণেই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বারবার হোঁচট খাচ্ছে বাংলাদেশ। তিনি মন্তব্য করেন, ‘বাংলাদেশ খারাপ খেলেছে। তারা কিছু অদ্ভুত শট খেলেছে। যদি শ্রীলঙ্কা এই টার্গেট পেত, তারা সহজেই জিতত।’পাকিস্তান মাত্র ১১ রানের ব্যবধানে জয় তুলে নিয়ে ফাইনালে গেলেও...