২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম দীর্ঘ দুই দশকের ফুটবল ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন বার্সেলোনার সার্জিও বুসকুয়েটস। মেজর লিগ সকারের চলতি মৌসুম শেষেই বুটজোড়া তুলে রাখবেন ইন্টার মিয়ামিতে লিওনেল মেসির সাথে খেলা বুসকেতস। সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় অবসরের সিদ্ধান্ত জানান ৩৭ বছর বয়সি এ মিডফিল্ডার। বিদায়ী বার্তায় স্পেনের ২০১২ বিশ্বকাপজয়ী এই তারকা বলেন, ‘আমার মনে হচ্ছে, পেশাদার ক্যারিয়ারকে বিদায় বলার সময় আমার চলে এসেছে। যেই স্বপ্ন সবসময় দেখেছিলাম, সেই অবিশ্বাস্য গল্প উপভোগের প্রায় ২০ বছর হয়ে গেল। দুর্দান্ত সব জায়গায় অনন্য অভিজ্ঞতা আমাকে উপহার দিয়েছে ফুটবল, পথচলায় পেয়েছি অসাধারণ সব সঙ্গী।’ বুসকেতস আরও বলেন, ‘সামনের কয়েকটি মাস হতে যাচ্ছে মাঠে আমার শেষ কিছু মাস । আমি অত্যন্ত আনন্দ, গর্ব, পরিপূর্ণতা এবং সবকিছুর...