বিসিবি নির্বাচনকে ঘিরে কয়েক দিন ধরে ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে একই লেখা শেয়ার করছেন, ‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কাম্য নয়। এটা বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’ এই পোস্ট দিয়েছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। বিষয়টি নজরে এসেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। রাজধানীতে আজ এক অনুষ্ঠানে এ নিয়ে তিনি বলেন, ‘খেলোয়াড়রা বা বোর্ড—সবারই পেশাদার হতে হবে। পৃথিবীর কোথাও রানিং ক্রিকেটার বোর্ডের নির্বাচন নিয়ে কথা বলে না। এটা তাঁদের কেন্দ্রীয় চুক্তির লঙ্ঘন। ক্রিকেটারদের দিয়ে দলাদলি করানো খুবই দুঃখজনক। যাঁরা করাচ্ছেন তাদের লজ্জা পাওয়া উচিত।’ আসিফ মনে করেন, নির্বাচন মানেই প্রতিদ্বন্দ্বিতা। মুখোমুখি অবস্থান থাকবেই। প্রশ্নটা হচ্ছে, নির্বাচন কতটা নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হচ্ছে। আসিফ মাহমুদের ভাষায়,...