এসময় সমাবেশ পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মোহাম্মদ সোয়াইব। সভাপতিত্ব করেন উপজেলা আমীর কাজী মোহাম্মদ ইব্রাহিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বান্দরবান জেলা সভাপতি অধ্যাপক ফারুক আহমদ। সমাবেশে হুশিয়ারি দিয়ে বক্তারা জানান, জুলাই সনদ ঘোষণা নিয়ে সরকার গড়িমসি করছে। একটি দল জুলাই সনদ ঠেকাতে ভারতের সুরে কথা বলছে। অবিলম্বে এর ঘোষণা আসতে হবে। কেননা এই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। সমাবেশে তারা আরও বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো দল আর ফ্যাসিস্ট হতে পারবে না। ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার জন্য শেখ হাসিনা সংবিধানের দোহাই দিয়ে বারবার পাতানো নির্বাচন করেছে। একদলীয় শাসনের জাতাকলে জাতিকে পিষ্ট করেছে আওয়ামী লীগ। দেশের অর্থনীতি ধ্বংস করেছে,...