আগামী জাতীয় নির্বাচনে তরুণ ভোটাররাই ‘মূল ফ্যাক্টর' হিসেবে ভূমিকা পালন করবেন বলে বিশ্লেষকরা মনে করছেন। রেকর্ড সংখ্যক তরুণ ভোটার আকৃষ্ট করার ওপরই নির্বাচনের সফলতা নির্ভর করবে বলেও মনে করছেন তারা। গত আগস্টে নতুন ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে দেখা গেছে, এই তালিকায় গতবারের তুলনায়নতুন ভোটার হয়েছে৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন। আর মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম, তারাই এই ভোটার তালিকায় আছেন। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স ১৮ বছর। তালিকা থেকে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন মৃত ভোটারের নাম বাদ দেয়া হয়েছে। এবার পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি। নতুন ২৭ লাখ ৭৬২ জন নারী ভোটার হয়েছেন। আর নতুন পুরুষ ভোটার হয়েছেন ১৮...