ফরিদপুরের বোয়ালমারীতে কুমার নদে ঐতিহ্যের নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নৌকাবাইচ দেখতে নদের দুই পাড়ে বিভিন্ন শ্রেণির পেশার মানুষ ভিড় জমায়। সকাল থেকে সারাদিন চলে গ্রামীণ মেলা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বাইচে বিভিন্ন এলাকা থেকে আগত ছোটবড় মিলিয়ে বাইচে অন্তত ২০টি নৌকা অংশ নেয়। এছাড়াও ট্রলার ও ছোট-বড় বিভিন্ন ধরনের কমপক্ষে এক হাজারের মতো নৌকায় চড়ে মানুষ এ উৎসব উপভোগ করেন। নৌকাবাইচ দেখতে আসা পাশের চতুল ইউনিয়নের বাইখীর গ্রামের মানোয়ার খান বলেন, ছোটকাল থেকে নৌকাবাইচ ও মেলায় আসি। গেন্ডারী কুশর (আখ) জিলাপি, আমিত্তি এ মেলার খুব জনপ্রিয় খাবার। এবারও মেয়েদের নিয়ে এসেছি। নৌকাবাইচ দেখে মেলা থেকে কেনাকাটা করছি। মেলায় এবার কমপক্ষে চল্লিশ হাজারের মতো মানুষের সমাগম ঘটেছে। কথা হয় গৃহবধূ শিউলী বেগমের সঙ্গে। তেলজুড়ি গ্রামের দক্ষিণ পাড়ায় বাবার বাড়ি জামাই ও...