মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন স্বস্তিকা দত্ত। তারপর টিভি ধারাবাহিকে অভিনয় করেন। পরবর্তীতে বড় পর্দায় পা রেখে নজর কাড়েন এই অভিনেত্রী। আপাতত পূজার আনন্দে দিন পার করছেন স্বস্তিকা। পূজাকে কেন্দ্র করে অনেকের জীবনে প্রেম এসেছে। অভিনেত্রী স্বস্তিকা দত্তরও কী তেমন অভিজ্ঞতা রয়েছে? এ প্রশ্ন রাখা হয় এই অভিনেত্রীর কাছে। জবাবে তিনি বলেন, “পূজার সময়ে প্রেম হওয়ার অভিজ্ঞতা আমার জীবনে নেই। তবে ভালো লাগা বা ইনফ্র্যাচুয়েশনটা তো আলাদা। তবে জীবনে একবারই আমি সিরিয়াস প্রেম করেছি।”আরো পড়ুন:গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন পাকিস্তানি অভিনেতা ফাহাদ?‘এদের চেনা বয়সের ভিড়ে মাকে খুঁজছিলাম, না কি অদূর ভবিষ্যতের আমাকে?’ গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন পাকিস্তানি অভিনেতা ফাহাদ? ‘এদের চেনা বয়সের ভিড়ে মাকে খুঁজছিলাম, না কি অদূর ভবিষ্যতের আমাকে?’ কার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন, তা জানাননি স্বস্তিকা দত্ত। তবে...