বৃষ্টি বিঘ্নতায় থেমে থাকা জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি অবশেষে আজ শুক্রবার থেকে সিলেটে ফিরলো রঙিন আবহ নিয়ে। আর ফিরেই পেলো রোমাঞ্চে ভরা এক ম্যাচ। যেখানে সৌম্য সরকার ও আফিফ হোসেনের দারুণ ফিফটি হার মানলো রাজশাহীর নাজমুল হোসেন শান্ত-হাবিবুর রহমান সোহানের ঝড়ের কাছে। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৮ উইকেটের দাপুটে জয়ে মাঠ ছাড়ে রাজশাহী বিভাগ। খুলনার করা ১৭১ রানের বড় সংগ্রহকেও তারা পরিণত করেছে মামুলি টার্গেট।আরো পড়ুন:বৃষ্টির বাধা কাটিয়ে ২৬ সেপ্টেম্বর থেকে মাঠে ফিরছে এনসিএলখারাপ আবহাওয়ায় স্থগিত হলো এনসিএল টি-টোয়েন্টি বৃষ্টির বাধা কাটিয়ে ২৬ সেপ্টেম্বর থেকে মাঠে ফিরছে এনসিএল টস হেরে ব্যাটিংয়ে নামা খুলনার ইনিংস শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। স্কোরবোর্ডে মাত্র ১৩ রান, আর ততক্ষণে সাজঘরে তিন ব্যাটার! এমন বিপর্যয়ে যখন হতাশা ঘনাচ্ছে, তখন ভরসা জুগিয়েছেন সৌম্য সরকার ও...