যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে আরও কিছু পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি এই ঘোষণা দেন। শুক্রবার ২৬ সেপ্টেম্বর বিবিসি বাংলায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোনো বিদেশি কোম্পানি যদি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে কারখানা স্থাপন না করে, তাহলে তাদের উৎপাদিত ওষুধ আমদানির ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। একই সঙ্গে সব ধরনের ভারী ট্রাকে ২৫ শতাংশ এবং রান্নাঘর ও বাথরুমের ক্যাবিনেটে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে সোফা ও অন্যান্য গদিযুক্ত আসবাবপত্রেও ৩০ শতাংশ শুল্ক আরোপ কার্যকর হবে। ট্রাম্প দাবি করেছেন, এসব পদক্ষেপ নেওয়া হয়েছে স্থানীয় উৎপাদকদের রক্ষার জন্য। তার ভাষায়, বিদেশ থেকে বিপুল পরিমাণে এসব পণ্য এসে বাজার সয়লাব...