ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার পথে ইউরোপের বেশিরভাগ আকাশসীমা এড়িয়ে গেছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কারণে তিনি এ সিদ্ধান্ত নেন।আই২৪ নিউজের কূটনৈতিক প্রতিবেদক আমিচাই স্টেইনের তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর বিমানের রুটে কেবল গ্রিস ও ইতালির আকাশসীমা ব্যবহার করা হয়। ফ্রান্সের আকাশসীমা এড়িয়ে যাওয়া হয়, কারণ গাজা যুদ্ধ নিয়ে প্যারিস ও তেলআবিবের মধ্যে উত্তেজনা চলছে।২০২৪ সালের নভেম্বরে আইসিসি গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।নেতানিয়াহু বৃহস্পতিবার সকালে তেলআবিব থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন। তিনি জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে বক্তব্য দেবেন এবং আগামী সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।জাতিসংঘের নিষেধাজ্ঞা ফিরলে আইএইএর সঙ্গে সহযোগিতা বন্ধ করবে ইরানবিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে...