বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যারা ফ্যাসিবাদীদের সঙ্গে আঁতাত করেছে, তারাই বিশেষ পদ্ধতিতে (পিআর) নির্বাচন চাচ্ছেন। তিনি বলেন, পিআর পদ্ধতি নিয়ে নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র চলছে। নির্বাচন না হলে দেশে আবার ফ্যাসিবাদী শক্তি কায়েম হবে এবং সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়ে উঠবে, যা দেশের জন্য ভয়ঙ্কর হবে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ ও মরহুম দেলোয়ার হোসেন খেলার মাঠ সংলগ্ন কেল্লার মোড় শ্মশানঘাটে শারদীয় দূর্গা উৎসব ২০২৫ উপলক্ষে ঢাকা-৭ আসনের বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী পূজা কমিটির সঙ্গে মতবিনিময় সভা ও উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিউইয়র্কে বিএনপি নেতাদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রসঙ্গে গয়েশ্বর বলেন, মির্জা ফখরুলকে ফেলে রেখে প্রধান উপদেষ্টাসহ কয়েকজন নির্বিঘ্নে পাড়ি দিলেন, আর বাকিরা হেনস্তার শিকার হলেন। এটা কি...