মহাখালীর সাত তলা বাজারে জুমার নামাজের পর পর বাজার করতে এসেছিলেন সাহেব আলী নামের একজন। পেশায় তিনি ভ্যানচালক। পাঙাশ মাছ নিয়ে দরদাম করে গজরাতে গজরাতে মাছ বাজার থেকে বেরোনোর সময় তার সঙ্গে দেখা। উত্তেজিত হওয়ার কারণ জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাঙাশ মাছ এডি চাষের। তিন দিন আগে নিছিলাম ১৭০ টেকা কইরা। এখন ২০০ টেকা চাইতাছে। কিনলাম না তোর মাছ! “যেই দাম জিনিসপত্রের! দুই-চাইরটা জিনিসের দাম কম। বাকি সব কিছুরই তো ম্যালা দাম। বাজারের লগে তাল মিলাইতেই তো কষ্ট হয়া যাইতাছে।” শুক্রবার ছুটির দিনে ঢাকার মহাখালী, সাত তলা ও নিকেতন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সবজির বাজারে উত্তাপ কমেনি। সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে মাছের বাড়তি দাম। বিক্রেতারা বলছেন, দুর্গাপূজার আগে কিছুটা বেড়েছে মাছের দাম। এসব বাজারে ঘুরে দেখা...