জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার উদ্যোগে শুক্রবার আসর নামাজের পর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানে সজ্জিত মিছিলটি উৎসবমুখর পরিবেশে নগরীর সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে উপস্থিত ছিলেন বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মো. মহিব্বুল্লাহ্ হারুন। বরগুনা সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত জনসমাবেশে সভাপতিত্ব করেন বরগুনা সদর উপজেলা আমির মাওলানা নুরুল আমিন। বক্তৃতা দেন জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল এসএম আফজলুর রহমান ও জেলা শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রব প্রমুখ। বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠন...