এবার টিভিতেও যুক্ত করল গুগল তার জেমিনাই এআই। জানুয়ারিতে সিইএসের আগে ঘোষণা দেওয়া পর অবশেষে গুগল টিভিতে জেমিনাই আনতে শুরু করেছে কোম্পানিটি। গুগলের দাবি, নতুন এই এআই আগের গুগল অ্যাসিস্ট্যান্টের সব কাজ করতে পারবে তবে আরও উন্নতভাবে। সবচেয়ে বড় পরিবর্তন হলো এটি শুধু সহজ কমান্ডই নয় বরং স্বাভাবিক কথোপকথনও বুঝতে পারে। আগের মত ‘হেই গুগল’ বলেই বা রিমোটের মাইক্রোফোন বাটন চেপে এটি চালু করা যাবে। আর কথোপকথন হবে আরও স্বাভাবিক, এক প্রশ্নের পর আরেকটি প্রশ্ন করতে নতুন করে শুরু করার প্রয়োজন হবে না বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ‘নিওউইন’। গুগল বলছে, যদি কোনো শো’র নাম মনে না থাকে তাহলেও ব্যবহারকারী শুধু এটি সম্পর্কে কিছু ব্যাখ্যা দিলেই চলে আসবে। যেমন কোনো ব্যবহারকারী যদি প্রশ্ন করে ‘মানুষজন যে নতুন হাসপাতাল ড্রামা নিয়ে...