টাঙ্গাইলের সখীপুরে স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবি জানিয়ে স্বামীর বাড়িতে যাওয়া এক নারীকে (৩০) গাছে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আহত নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাজাইল গ্রামে। এ ঘটনার পর শুক্রবার দুপুরে নির্যাতিত নারীর বাবা থানায় মামলা করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বছর খানেক আগে ওই নারীর সঙ্গে আব্বাস আলীর ছেলে আব্দুর রশিদের (২১) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছয় মাস আগে তারা নোটারি পাবলিকের মাধ্যমে আদালতে বিয়ে করেন এবং কিছুদিন স্বামী-স্ত্রী হিসেবে রশিদের পরিবারের বাড়িতেও থাকেন। কিছুদিন আগে রশিদ যোগাযোগ বন্ধ করে দেন এবং বিয়ে করার বিষয়টি অস্বীকার করেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই নারী স্ত্রীর মর্যাদা ফিরে পেতে রশিদের বাড়িতে অনশনে...