প্রতিষ্ঠার পর গত ৬ বছরে ১৩ হাজার বই উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি। সেপ্টেম্বর মাসকে পঞ্চম বই উপহার মাস ঘোষণা করেছিলো এই প্রতিষ্ঠান। ‘ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হই’ শ্লোগানে গত ২৯ আগস্ট শুক্রবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিলো। এরপর মাসজুড়ে চলে বই উপহার কর্মসূচি। পথেঘাটে, অফিস-আদালতে ও যানবাহনে উপহার প্রদান করা হয় বই। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয় গল্প-কবিতা, প্রবন্ধ-উপন্যাস ও শিশুতোষ বই। টানা ২৯ দিন চলে এ কর্মসূচি। দুর্গাপূজার কারণে নির্ধারিত সময়ের ২ দিন আগেই এ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় চাঁদপুর শহরের পুরান বাজার উদয়ন কঁচিকাচার মেলার হল রুমে আনুষ্ঠানিকভাবে বই উপহার মাসের সমাপ্তি ঘোষণা করেন...