নিজস্ব প্রতিবেদক : আর মাত্র নয় মাস বাকি ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ শুরুর। এর মধ্যেই আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে দেখা দিয়েছে নতুন বিতর্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুমকি দিয়ে বলেছেন—যেসব শহরকে তিনি "বামপন্থি উগ্রপন্থিদের নিয়ন্ত্রিত" ও "অসুরক্ষিত" মনে করেন, সেখানে কোনোভাবেই বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে দেওয়া হবে না। প্রয়োজনে ভেন্যু সরিয়ে নেওয়া হবে অন্যত্র। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন,"যে শহরগুলো বামপন্থি উগ্র নেতৃত্বে চলছে—যারা জানেই না কীভাবে শাসন করতে হয়—সেখানে বিশ্বকাপ হতে দেওয়া হবে না। বিশ্বকাপ নিরাপদ হবে, কিন্তু যদি আমি মনে করি কোনো শহর নিরাপদ নয়, তাহলে আমরা সঙ্গে সঙ্গে ম্যাচ অন্য শহরে সরিয়ে নেব।" বিশেষভাবে তিনি সিয়াটল (লুমেন ফিল্ডে ছয়টি ম্যাচ) ও সানফ্রান্সিসকো (লিভাইস স্টেডিয়ামে ছয়টি ম্যাচ)–এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া শিকাগো নিয়েও মন্তব্য করেন...