শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর-১ নম্বরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আসাদুজ্জামানের ষষ্ঠ স্মরণসভায় এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, ডাকসু নির্বাচনের প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়নি। তিনি অভিযোগ করেন, যেসব অনিয়ম বা সমস্যার কথা উঠেছে, প্রশাসন সেগুলোর কোনো প্রতিক্রিয়া দেয়নি। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা বলেন, সকলের আশা থাকে যে বর্তমান সরকারের আমলে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে। তবে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে একটি নির্দিষ্ট শ্রেণি অসৎ কর্মকাণ্ড চালাচ্ছে। অন্তর্বর্তী সরকারের এসব কর্মকাণ্ডে নজর রাখা উচিত ছিল। এ প্রক্রিয়া চলতে থাকলে আগামী জাতীয় নির্বাচন ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে বলেও তিনি শঙ্কা প্রকাশ করেন। এ সময় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, শেখ হাসিনা বিভিন্ন কৌশলে মানুষের মূল্যবোধকে...