বাংলাদেশ সীমান্তে আরাকান আর্মির ঘাঁটিতে ‘ রোহিঙ্গা বিদ্রোহী’রা হামলা করছে বলে অভিযোগ করেছেন সশস্ত্র সংগঠনটির কমান্ডার ইন চিফ মেজর জেনারেল তোয়ান মারত নাইং। ওই হামলায় ‘কিছু বাংলাদেশি কর্মকর্তার’ সমর্থন রয়েছে বলে অভিযোগ তার। থাইল্যান্ড থেকে প্রকাশিত মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবর্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেন আরাকান আর্মিরপ্রধান। এ বিষয়ে জানতে ইয়াঙ্গুনে অবস্থিত বাংলাদেশি দূতাবাসে যোগাযোগ করে সংবাদমাধ্যমটি। তবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তোয়ান মারত নাইং সাক্ষাৎকারে জানান, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) মিলিতভাবে ১৮ সেপ্টেম্বর রাতে উত্তর রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে আরাকান আর্মির একটি ঘাঁটিতে হামলা চালায়। তার বাহিনী যখন রাখাইনে মিয়ানমারের সেনা নিয়ন্ত্রিত এলাকা দখল করে শৃঙ্খলা ফেরাতে লড়াই করছে, তখনই এ হামলা চালানো হয়। তার দাবি, ‘বাংলাদেশি একটি বাহিনীর কর্মকর্তারা সীমান্তের ওপারে থাকা...