অস্কারজয়ী তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর মুক্তিপ্রাপ্ত নতুন সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ দেখা যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে। অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পেল শুক্রবার। একই দিনে সিনেমাটি নিয়ে এসেছে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স। এক বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, তাদের সাতটি শাখায় মোট ২৯টি শো চলবে সিনেমাটির। ১৯৯০ সালে প্রকাশিত টমাস পিঞ্চনের উপন্যাস ‘ভিনল্যান্ড’ থেকে অনুপ্রাণিত হয়ে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ নির্মাণ করেছেন পল টমাস অ্যান্ডারসন। ২০২৩ সালের জুনে প্রাথমিকভাবে সিনেমাটির কাজ শুরু হলেও পুরোদমে শুটিং শুরু হয় ২০২৪ সালের ২২ জানুয়ারি থেকে। তবে সিনেমাটির চিত্রনাট্য তৈরি থেকে শুরু করে নির্মাণ শেষ করতে নির্মাতাকে দীর্ঘ ২০ বছর ব্যয় করতে হয়েছে, বলছে বিবিসি। আমেরিকার বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে এ সিনেমা। ১৭৫ মিলিয়ন ডলার বাজেটের এই সিনেমার পরিবেশক ওয়ার্নার ব্রাদার্স। সিনেমার গল্পে দেখা...