কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের নতুন গান এসেছে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায়। এর শিরোনাম ‘মহা জাদু’।গানটি গেয়েছেন হাবিব ওয়াহিদ। ‘লাগাইয়া পিরিতের ডুরি, আলগা থাকি টানেরে, আমার বন্ধু মহা জাদু জানে’- এমন কথার গানটির কথা ও সুর বাউল শাহ খোয়াজ মিয়ার। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের সংগীতায়োজনও করেছেন হাবিব। এর একটি অংশ তৈরি হয়েছে ফরাসি ভাষায়। সেই অংশটুকু গেয়েছেন তাজিকিস্তানের মেহেরনিগরি রুস্তম। গানটি প্রকাশের পর শ্রোতাদের প্রশ্ন এই এই মেহেরনিগরি রুস্তম? যুক্তরাজ্যভিত্তিক সংগীতশিল্পীদের নিয়ে তথ্য প্রদানকারী প্ল্যাটফর্ম লাস্ট এফম থেকে জানা গেছে, মেহরনিগরি রুস্তম তাজিকিস্তানের একজন পপ তারকা। তার ভাই সাফার মুহাম্মদ রুস্তমও একজন সংগীতশিল্পী। ১৯৯৪ সালের ১৪ অক্টোবর তাজিকিস্তানের খোভালিং জেলায় তার জন্ম। মাত্র ৫ বছর বয়সে গান গাওয়া শুরু করেন তিনি। তখন থেকেই বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে থাকেন। ২০১১ সালে...